Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০১৬

নোয়াখালীর চরাঞ্চলের কৃষকের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে সিডিএসপি-৪ প্রকল্প


প্রকাশন তারিখ : 2016-07-27

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী জেলার প্রশিক্ষণ হলরুমে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ ((ডিএই অংগ) এর আয়োজনে বার্ষিক কর্মশালা ২০১৫-১৬ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী এর উপপরিচালক এবং সিডিএসপি-৪ (ডিএই অংগ) এর প্রকল্প পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ বছির উদ্দিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুল হক, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ্জ এবং কৃষিবিদ মোঃ বজলুল করিম, ডেপুটি টিম লিডার ও কৃষি উপদেষ্টা সিডিএসপি-৪ প্রকল্প। কর্মশালায় প্রকল্পভূক্ত জেলা ও উপজেলার ডিএই কর্মকর্তাবৃন্দ, বীজ প্রত্যয়ন এজেন্সী, এসআরডিআই, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষক-কৃষানী, এনজিও প্রতিনিধি অংশ গ্রহন করেন এবং তাদের মতামত তুলে ধরেন। কর্মশালায় সিডিএসপি-৪ প্রকল্পের কৃষি উপদেষ্টা জনাব বজলুল করিম প্রকল্প পরিচালকের পক্ষে কৃষি বিষয়ে প্রকল্পের বিভিন্ন অর্জিত সাফল্য তুলে ধরেন। কর্মশালায় জানানো হয়, প্রকল্পটি ২০১১ সালে শুরু হবার পর থেকে প্রকল্পভূক্ত এলাকায় প্রকল্পের কার্যক্রমের ফলে স্থানীয় জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল জাতের ব্যাপক সম্প্রসারণ হওয়ায় বর্তমানে চরাঞ্চলের কৃষকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবার পাশাপাশি জীবনমানেরও ব্যাপক উন্নতি হয়েছে। চরাঞ্চলের জন্য উপযোগী বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন সার্জন পদ্ধতিতে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ, জৈবিক পদ্ধতিতে বালাই দমন সহ নানা প্রযুক্তি কৃষক-কৃষানী পর্যায়ে সম্প্রসারিত হওয়ায় প্রকল্পভূক্ত এলাকার কৃষিতে দৃশ্যমান পরিবর্তন সাধিত হয়েছে এবং উৎপাদিত সবজি এখন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। সিডিএসপি-৪ প্রকল্পটি বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সম্বন্বিতভাবে বাস্তবায়ন হচ্ছে যার মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি অংশ বাস্তবায়ন করছে। জেগে উঠা বিভিন্ন চরে বসতি স্থাপন করা মানুষের জীবনমানের উন্নয়ন সাধন করানোর জন্য প্রকল্পটি নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের অর্জিত সাফল্য প্রকল্প সমাপ্তির পর যেন ম্লান হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পের সুবিধাভোগী  ও প্রশিক্ষিত কৃষক-কৃষানীদের মাধ্যমে টেকসই কৃষি প্রযুক্তি গ্রহন ও সম্প্রসারন করার ব্যাপারে বিশেষ দৃষ্টি দেবার অনুরোধ জানান।